Pages

Monday, May 5, 2014

আল্লাহ মানুষের সাথে সরাসরি কথা বলেন না কেন ?

আল্লাহ মানুষের সাথে সরাসরি কথা বলেন না কেন ?



১ নং উত্তর: 

মানুষ এমন কোন মর্যাদার প্রাণি নয় যে আল্লাহ তাদের সাথে সরাসরি কথা বলবেন। আল্লাহ মানুষের সাথে কথা বলার সময়ে হয় ওহীর (প্রত্যাদেশ) মাধ্যম বা অন্তরাল থেকে অথবা কোন দূত (জিব্রাঈল) প্রেরণ করে কথা বলেন। নিচের আয়াতগুলো দেখুন।
 
"মানুষের এমন মর্যাদা নেই যে, আল্লাহ্‌ তার সাথে সরাসরি কথা বলবেন ওহীর (প্রত্যাদেশ) মাধ্যম ব্যতিরেকে, অন্তরাল ব্যতিরেকে অথবা জিব্রাঈল প্রেরণ ব্যতিরেকে যে (জিব্রাঈল) আল্লাহ্‌ যা চান তা ব্যক্ত করে তাঁর অনুমতিক্রমে; নিঃসন্দেহে তিনি সমুন্নত, প্রজ্ঞাময় । (Ash-Shura:51)"

"এভাবে আমি তোমার প্রতি প্রত্যাদেশ করেছি গ্রন্থ তথা আমার নির্দেশ, তুমি তো জানতে না গ্রন্থ কি, বিশ্বাস কি। পক্ষান্তরে আমি একে করেছি আলো যা দ্বারা আমি আমার দাসদের যাকে ইচ্ছা পথ-নির্দেশ করি; তুমি তো কেবল সরল পথই প্রদর্শন কর। (Ash-Shura:52)"

"আল্লাহ্‌র পথ। আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা তাঁরই। সকল পরিণাম আল্লাহর নিকট । (Ash-Shura:53)"



সূত্র :

কোরআনের বাংলা অনুবাদক : মাওলানা মোবারক করীম জওহর

প্রকাশক : হরফ প্রকাশনী (কলকাতা)

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর ১৯৭৪
 
সূরা শূরার আয়াত নং ৪২:৫১ (Ash-Shura:51) এর অনুবাদ কোথাও কোথাও অন্যরকমও দেখা যায়।
তবে মোট কথা প্রায় একই রকমের।
"কোন মানুষের জন্য এমন হওয়ার নয় যে, আল্লাহ তার সাথে কথা বলবেন। কিন্তু ওহীর মাধ্যমে অথবা পর্দার অন্তরাল থেকে অথবা তিনি কোন দূত প্রেরণ করবেন, অতঃপর আল্লাহ যা চান, সে তা তাঁর অনুমতিক্রমে পৌঁছে দেবে। নিশ্চয় তিনি সর্বোচ্চ প্রজ্ঞাময়। (Ash-Shura:51)"

২ নং উত্তর:
মানুষ কি বিশ্বাস করবে যে, আল্লাহ তার সাথে কথা বলছেন? আল্লাহ সকল রূহের সাথে (মানুষের সহ) রূহের জগতে একবার কথা বলেছিলেন। তিন জিজ্ঞাসা করেছিলেন যে, তিনি রুহদিগের প্রভু কিনা এবং সব রুহ তার উত্তরে বলেছিল যে, আল্লাহই তাদের প্রভু। তখন রুহগুলোর একরকম উপলব্ধি ছিল যার জন্য তারা আল্লাহর অস্তিত্ব বুঝতে পেরেছিল। পরবর্তীতে এই জড়জগতে আসার পরে সেই উপলব্ধি আর থাকে না। এটা সাধনার দ্বারা অর্জন করতে হয়। মূসা (আঃ) সহ আরো নবী-রসূলগণের সাথে আল্লাহ কথা বলেছেন। নবী-রসূলগণের উপলব্ধি সেইরকম হওয়ার কারণে আল্লাহ তাদের সাথে কথা বলেছেন আর সাধারণ মানুষের জন্য তাদের মাধ্যমে দিকনির্দেশনা জানিয়ে দিয়েছেন। ফলে কথা বলার দরকার নেই। কেউ যদি আরো বিস্তারিত জানতে চায়, তবে তাকে সাধনা করতে হবে মনের উপলব্ধি ক্ষমতা বাড়ানোর জন্য। এভাবে সে বিভিন্ন বিষয়ের মূলকথা জানতে পারে যা সাধারণভাবে বোধগম্য হয় না।


1 comment:

  1. The merit casino bonus review - CASINO.COM
    A review of The Merit Casino Rewards program. This bonus หาเงินออนไลน์ is deccasino designed to help you get your hands on a very low level of play without making a 카지노

    ReplyDelete